চৌপাঈ
সিংধু তরন, সিয-সোচ হরন, রবি বাল বরন তনু ।
ভুজ বিসাল, মূরতি করাল কালহু কো কাল জনু ॥
গহন-দহন-নিরদহন লংক নিঃসংক, বংক-ভুব ।
জাতুধান-বলবান মান-মদ-দবন পবনসুব ॥
কহ তুলসিদাস সেবত সুলভ সেবক হিত সংতত নিকট ।
গুন গনত, নমত, সুমিরত জপত সমন সকল-সংকট-বিকট ॥1॥
স্বর্ন-সৈল-সংকাস কোটি-রবি তরুন তেজ ঘন ।
উর বিসাল ভুজ দংড চংড নখ-বজ্রতন ॥
পিংগ নযন, ভৃকুটী করাল রসনা দসনানন ।
কপিস কেস করকস লংগূর, খল-দল-বল-ভানন ॥
কহ তুলসিদাস বস জাসু উর মারুতসুত মূরতি বিকট ।
সংতাপ পাপ তেহি পুরুষ পহি সপনেহুఁ নহিং আবত নিকট ॥2॥
ঝূলনা
পংচমুখ-ছঃমুখ ভৃগু মুখ্য ভট অসুর সুর, সর্ব সরি সমর সমরত্থ সূরো ।
বাংকুরো বীর বিরুদৈত বিরুদাবলী, বেদ বংদী বদত পৈজপূরো ॥
জাসু গুনগাথ রঘুনাথ কহ জাসুবল, বিপুল জল ভরিত জগ জলধি ঝূরো ।
দুবন দল দমন কো কৌন তুলসীস হৈ, পবন কো পূত রজপূত রুরো ॥3॥
ঘনাক্ষরী
ভানুসোং পঢন হনুমান গে ভানুমন, অনুমানি সিসু কেলি কিযো ফের ফারসো ।
পাছিলে পগনি গম গগন মগন মন, ক্রম কো ন ভ্রম কপি বালক বিহার সো ॥
কৌতুক বিলোকি লোকপাল হরিহর বিধি, লোচননি চকাচৌংধী চিত্তনি খবার সো।
বল কৈংধো বীর রস ধীরজ কৈ, সাহস কৈ, তুলসী সরীর ধরে সবনি সার সো ॥4॥
ভারত মেং পারথ কে রথ কেথূ কপিরাজ, গাজ্যো সুনি কুরুরাজ দল হল বল ভো ।
কহ্যো দ্রোন ভীষম সমীর সুত মহাবীর, বীর-রস-বারি-নিধি জাকো বল জল ভো ॥
বানর সুভায বাল কেলি ভূমি ভানু লাগি, ফলఁগ ফলাఁগ হূতেং ঘাটি নভ তল ভো ।
নাঈ-নাঈ-মাথ জোরি-জোরি হাথ জোধা জো হৈং, হনুমান দেখে জগজীবন কো ফল ভো ॥5॥
গো-পদ পযোধি করি, হোলিকা জ্যোং লাঈ লংক, নিপট নিঃসংক পর পুর গল বল ভো ।
দ্রোন সো পহার লিযো খ্যাল হী উখারি কর, কংদুক জ্যোং কপি খেল বেল কৈসো ফল ভো ॥
সংকট সমাজ অসমংজস ভো রাম রাজ, কাজ জুগ পূগনি কো করতল পল ভো ।
সাহসী সমত্থ তুলসী কো নাঈ জা কী বাఁহ, লোক পাল পালন কো ফির থির থল ভো ॥6॥
কমঠ কী পীঠি জাকে গোডনি কী গাডৈং মানো, নাপ কে ভাজন ভরি জল নিধি জল ভো ।
জাতুধান দাবন পরাবন কো দুর্গ ভযো, মহা মীন বাস তিমি তোমনি কো থল ভো ॥
কুংভকরন রাবন পযোদ নাদ ঈধন কো, তুলসী প্রতাপ জাকো প্রবল অনল ভো ।
ভীষম কহত মেরে অনুমান হনুমান, সারিখো ত্রিকাল ন ত্রিলোক মহাবল ভো ॥7॥
দূত রাম রায কো সপূত পূত পৌনকো তূ, অংজনী কো নংদন প্রতাপ ভূরি ভানু সো ।
সীয-সোচ-সমন, দুরিত দোষ দমন, সরন আযে অবন লখন প্রিয প্রাণ সো ॥
দসমুখ দুসহ দরিদ্র দরিবে কো ভযো, প্রকট তিলোক ওক তুলসী নিধান সো ।
জ্ঞান গুনবান বলবান সেবা সাবধান, সাহেব সুজান উর আনু হনুমান সো ॥8॥
দবন দুবন দল ভুবন বিদিত বল, বেদ জস গাবত বিবুধ বংদী ছোর কো ।
পাপ তাপ তিমির তুহিন নিঘটন পটু, সেবক সরোরুহ সুখদ ভানু ভোর কো ॥
লোক পরলোক তেং বিসোক সপনে ন সোক, তুলসী কে হিযে হৈ ভরোসো এক ওর কো ।
রাম কো দুলারো দাস বামদেব কো নিবাস। নাম কলি কামতরু কেসরী কিসোর কো ॥9॥
মহাবল সীম মহা ভীম মহাবান ইত, মহাবীর বিদিত বরাযো রঘুবীর কো ।
কুলিস কঠোর তনু জোর পরৈ রোর রন, করুনা কলিত মন ধারমিক ধীর কো ॥
দুর্জন কো কালসো করাল পাল সজ্জন কো, সুমিরে হরন হার তুলসী কী পীর কো ।
সীয-সুখ-দাযক দুলারো রঘুনাযক কো, সেবক সহাযক হৈ সাহসী সমীর কো ॥10॥
রচিবে কো বিধি জৈসে, পালিবে কো হরি হর, মীচ মারিবে কো, জ্যাঈবে কো সুধাপান ভো ।
ধরিবে কো ধরনি, তরনি তম দলিবে কো, সোখিবে কৃসানু পোষিবে কো হিম ভানু ভো ॥
খল দুঃখ দোষিবে কো, জন পরিতোষিবে কো, মাఁগিবো মলীনতা কো মোদক দুদান ভো ।
আরত কী আরতি নিবারিবে কো তিহুఁ পুর, তুলসী কো সাহেব হঠীলো হনুমান ভো ॥11॥
সেবক স্যোকাঈ জানি জানকীস মানৈ কানি, সানুকূল সূলপানি নবৈ নাথ নাఁক কো ।
দেবী দেব দানব দযাবনে হ্বৈ জোরৈং হাথ, বাপুরে বরাক কহা ঔর রাজা রাఁক কো ॥
জাগত সোবত বৈঠে বাগত বিনোদ মোদ, তাকে জো অনর্থ সো সমর্থ এক আఁক কো ।
সব দিন রুরো পরৈ পূরো জহাఁ তহাఁ তাহি, জাকে হৈ ভরোসো হিযে হনুমান হাఁক কো ॥12॥
সানুগ সগৌরি সানুকূল সূলপানি তাহি, লোকপাল সকল লখন রাম জানকী ।
লোক পরলোক কো বিসোক সো তিলোক তাহি, তুলসী তমাই কহা কাহূ বীর আনকী ॥
কেসরী কিসোর বংদীছোর কে নেবাজে সব, কীরতি বিমল কপি করুনানিধান কী ।
বালক জ্যোং পালি হৈং কৃপালু মুনি সিদ্ধতা কো, জাকে হিযে হুলসতি হাఁক হনুমান কী ॥13॥
করুনানিধান বলবুদ্ধি কে নিধান হৌ, মহিমা নিধান গুনজ্ঞান কে নিধান হৌ ।
বাম দেব রুপ ভূপ রাম কে সনেহী, নাম, লেত দেত অর্থ ধর্ম কাম নিরবান হৌ ॥
আপনে প্রভাব সীতারাম কে সুভাব সীল, লোক বেদ বিধি কে বিদূষ হনুমান হৌ ।
মন কী বচন কী করম কী তিহূఁ প্রকার, তুলসী তিহারো তুম সাহেব সুজান হৌ ॥14॥
মন কো অগম তন সুগম কিযে কপীস, কাজ মহারাজ কে সমাজ সাজ সাজে হৈম্ ।
দেববংদী ছোর রনরোর কেসরী কিসোর, জুগ জুগ জগ তেরে বিরদ বিরাজে হৈম্ ।
বীর বরজোর ঘটি জোর তুলসী কী ওর, সুনি সকুচানে সাধু খল গন গাজে হৈম্ ।
বিগরী সఁবার অংজনী কুমার কীজে মোহিং, জৈসে হোত আযে হনুমান কে নিবাজে হৈম্ ॥15॥
সবৈযা
জান সিরোমনি হো হনুমান সদা জন কে মন বাস তিহারো ।
ঢারো বিগারো মৈং কাকো কহা কেহি কারন খীঝত হৌং তো তিহারো ॥
সাহেব সেবক নাতে তো হাতো কিযো সো তহাং তুলসী কো ন চারো ।
দোষ সুনাযে তৈং আগেহুఁ কো হোশিযার হ্বৈং হোং মন তো হিয হারো ॥16॥
তেরে থপৈ উথপৈ ন মহেস, থপৈ থির কো কপি জে উর ঘালে ।
তেরে নিবাজে গরীব নিবাজ বিরাজত বৈরিন কে উর সালে ॥
সংকট সোচ সবৈ তুলসী লিযে নাম ফটৈ মকরী কে সে জালে ।
বূঢ ভযে বলি মেরিহিং বার, কি হারি পরে বহুতৈ নত পালে ॥17॥
সিংধু তরে বডে বীর দলে খল, জারে হৈং লংক সে বংক মবাসে ।
তৈং রনি কেহরি কেহরি কে বিদলে অরি কুংজর ছৈল ছবাসে ॥
তোসো সমত্থ সুসাহেব সেঈ সহৈ তুলসী দুখ দোষ দবা সে ।
বানরবাজ ! বঢে খল খেচর, লীজত ক্যোং ন লপেটি লবাসে ॥18॥
অচ্ছ বিমর্দন কানন ভানি দসানন আনন ভা ন নিহারো ।
বারিদনাদ অকংপন কুংভকরন সে কুংজর কেহরি বারো ॥
রাম প্রতাপ হুতাসন, কচ্ছ, বিপচ্ছ, সমীর সমীর দুলারো ।
পাপ তে সাপ তে তাপ তিহূఁ তেং সদা তুলসী কহ সো রখবারো ॥19॥
ঘনাক্ষরী
জানত জহান হনুমান কো নিবাজ্যো জন, মন অনুমানি বলি বোল ন বিসারিযে ।
সেবা জোগ তুলসী কবহুఁ কহা চূক পরী, সাহেব সুভাব কপি সাহিবী সংভারিযে ॥
অপরাধী জানি কীজৈ সাসতি সহস ভাংতি, মোদক মরৈ জো তাহি মাহুর ন মারিযে ।
সাহসী সমীর কে দুলারে রঘুবীর জূ কে, বাఁহ পীর মহাবীর বেগি হী নিবারিযে ॥20॥
বালক বিলোকি, বলি বারেং তেং আপনো কিযো, দীনবংধু দযা কীন্হীং নিরুপাধি ন্যারিযে ।
রাবরো ভরোসো তুলসী কে, রাবরোঈ বল, আস রাবরীযৈ দাস রাবরো বিচারিযে ॥
বডো বিকরাল কলি কাকো ন বিহাল কিযো, মাথে পগু বলি কো নিহারি সো নিবারিযে ।
কেসরী কিসোর রনরোর বরজোর বীর, বাఁহ পীর রাহু মাতু জ্যৌং পছারি মারিযে ॥21॥
উথপে থপনথির থপে উথপনহার, কেসরী কুমার বল আপনো সংবারিযে ।
রাম কে গুলামনি কো কাম তরু রামদূত, মোসে দীন দূবরে কো তকিযা তিহারিযে ॥
সাহেব সমর্থ তো সোং তুলসী কে মাথে পর, সোঊ অপরাধ বিনু বীর, বাఁধি মারিযে ।
পোখরী বিসাল বাఁহু, বলি, বারিচর পীর, মকরী জ্যোং পকরি কে বদন বিদারিযে ॥22॥
রাম কো সনেহ, রাম সাহস লখন সিয, রাম কী ভগতি, সোচ সংকট নিবারিযে ।
মুদ মরকট রোগ বারিনিধি হেরি হারে, জীব জামবংত কো ভরোসো তেরো ভারিযে ॥
কূদিযে কৃপাল তুলসী সুপ্রেম পব্বযতেং, সুথল সুবেল ভালূ বৈঠি কৈ বিচারিযে ।
মহাবীর বাఁকুরে বরাকী বাఁহ পীর ক্যোং ন, লংকিনী জ্যোং লাত ঘাত হী মরোরি মারিযে ॥23॥
লোক পরলোকহুఁ তিলোক ন বিলোকিযত, তোসে সমরথ চষ চারিহূఁ নিহারিযে ।
কর্ম, কাল, লোকপাল, অগ জগ জীবজাল, নাথ হাথ সব নিজ মহিমা বিচারিযে ॥
খাস দাস রাবরো, নিবাস তেরো তাসু উর, তুলসী সো, দেব দুখী দেখিঅত ভারিযে ।
বাত তরুমূল বাఁহূসূল কপিকচ্ছু বেলি, উপজী সকেলি কপি কেলি হী উখারিযে ॥24॥
করম করাল কংস ভূমিপাল কে ভরোসে, বকী বক ভগিনী কাহূ তেং কহা ডরৈগী ।
বডী বিকরাল বাল ঘাতিনী ন জাত কহি, বাఁহূ বল বালক ছবীলে ছোটে ছরৈগী ॥
আঈ হৈ বনাঈ বেষ আপ হী বিচারি দেখ, পাপ জায সব কো গুনী কে পালে পরৈগী ।
পূতনা পিসাচিনী জ্যৌং কপি কান্হ তুলসী কী, বাఁহ পীর মহাবীর তেরে মারে মরৈগী ॥25॥
ভাল কী কি কাল কী কি রোষ কী ত্রিদোষ কী হৈ, বেদন বিষম পাপ তাপ ছল ছাఁহ কী ।
করমন কূট কী কি জংত্র মংত্র বূট কী, পরাহি জাহি পাপিনী মলীন মন মাఁহ কী ॥
পৈহহি সজায, নত কহত বজায তোহি, বাবরী ন হোহি বানি জানি কপি নাఁহ কী ।
আন হনুমান কী দুহাঈ বলবান কী, সপথ মহাবীর কী জো রহৈ পীর বাఁহ কী ॥26॥
সিংহিকা সఁহারি বল সুরসা সুধারি ছল, লংকিনী পছারি মারি বাটিকা উজারী হৈ ।
লংক পরজারি মকরী বিদারি বার বার, জাতুধান ধারি ধূরি ধানী করি ডারী হৈ ॥
তোরি জমকাতরি মংদোদরী কঠোরি আনী, রাবন কী রানী মেঘনাদ মহতারী হৈ ।
ভীর বাఁহ পীর কী নিপট রাখী মহাবীর, কৌন কে সকোচ তুলসী কে সোচ ভারী হৈ ॥27॥
তেরো বালি কেলি বীর সুনি সহমত ধীর, ভূলত সরীর সুধি সক্র রবি রাহু কী ।
তেরী বাఁহ বসত বিসোক লোক পাল সব, তেরো নাম লেত রহৈং আরতি ন কাহু কী ॥
সাম দাম ভেদ বিধি বেদহূ লবেদ সিধি, হাথ কপিনাথ হী কে চোটী চোর সাহু কী ।
আলস অনখ পরিহাস কৈ সিখাবন হৈ, এতে দিন রহী পীর তুলসী কে বাহু কী ॥28॥
টূকনি কো ঘর ঘর ডোলত কఁগাল বোলি, বাল জ্যোং কৃপাল নত পাল পালি পোসো হৈ ।
কীন্হী হৈ সఁভার সার অఁজনী কুমার বীর, আপনো বিসারি হৈং ন মেরেহূ ভরোসো হৈ ॥
ইতনো পরেখো সব ভাংতি সমরথ আজু, কপিরাজ সাংচী কহৌং কো তিলোক তোসো হৈ ।
সাসতি সহত দাস কীজে পেখি পরিহাস, চীরী কো মরন খেল বালকনি কোসো হৈ ॥29॥
আপনে হী পাপ তেং ত্রিপাত তেং কি সাপ তেং, বঢী হৈ বাఁহ বেদন কহী ন সহি জাতি হৈ ।
ঔষধ অনেক জংত্র মংত্র টোটকাদি কিযে, বাদি ভযে দেবতা মনাযে অধীকাতি হৈ ॥
করতার, ভরতার, হরতার, কর্ম কাল, কো হৈ জগজাল জো ন মানত ইতাতি হৈ ।
চেরো তেরো তুলসী তূ মেরো কহ্যো রাম দূত, ঢীল তেরী বীর মোহি পীর তেং পিরাতি হৈ ॥30॥
দূত রাম রায কো, সপূত পূত বায কো, সমত্ব হাথ পায কো সহায অসহায কো ।
বাఁকী বিরদাবলী বিদিত বেদ গাইযত, রাবন সো ভট ভযো মুঠিকা কে ধায কো ॥
এতে বডে সাহেব সমর্থ কো নিবাজো আজ, সীদত সুসেবক বচন মন কায কো ।
থোরী বাఁহ পীর কী বডী গলানি তুলসী কো, কৌন পাপ কোপ, লোপ প্রকট প্রভায কো ॥31॥
দেবী দেব দনুজ মনুজ মুনি সিদ্ধ নাগ, ছোটে বডে জীব জেতে চেতন অচেত হৈম্ ।
পূতনা পিসাচী জাতুধানী জাতুধান বাগ, রাম দূত কী রজাঈ মাথে মানি লেত হৈম্ ॥
ঘোর জংত্র মংত্র কূট কপট কুরোগ জোগ, হনুমান আন সুনি ছাডত নিকেত হৈম্ ।
ক্রোধ কীজে কর্ম কো প্রবোধ কীজে তুলসী কো, সোধ কীজে তিনকো জো দোষ দুখ দেত হৈম্ ॥32॥
তেরে বল বানর জিতাযে রন রাবন সোং, তেরে ঘালে জাতুধান ভযে ঘর ঘর কে ।
তেরে বল রাম রাজ কিযে সব সুর কাজ, সকল সমাজ সাজ সাজে রঘুবর কে ॥
তেরো গুনগান সুনি গীরবান পুলকত, সজল বিলোচন বিরংচি হরিহর কে ।
তুলসী কে মাথে পর হাথ ফেরো কীস নাথ, দেখিযে ন দাস দুখী তোসো কনিগর কে ॥33॥
পালো তেরে টূক কো পরেহূ চূক মূকিযে ন, কূর কৌডী দূকো হৌং আপনী ওর হেরিযে ।
ভোরানাথ ভোরে হী সরোষ হোত থোরে দোষ, পোষি তোষি থাপি আপনো ন অব ডেরিযে ॥
অఁবু তূ হৌং অఁবু চূর, অఁবু তূ হৌং ডিংভ সো ন, বূঝিযে বিলংব অবলংব মেরে তেরিযে ।
বালক বিকল জানি পাহি প্রেম পহিচানি, তুলসী কী বাఁহ পর লামী লূম ফেরিযে ॥34॥
ঘেরি লিযো রোগনি, কুজোগনি, কুলোগনি জ্যৌং, বাসর জলদ ঘন ঘটা ধুকি ধাঈ হৈ ।
বরসত বারি পীর জারিযে জবাসে জস, রোষ বিনু দোষ ধূম মূল মলিনাঈ হৈ ॥
করুনানিধান হনুমান মহা বলবান, হেরি হఁসি হাఁকি ফূংকি ফৌংজৈ তে উডাঈ হৈ ।
খাযে হুতো তুলসী কুরোগ রাঢ রাকসনি, কেসরী কিসোর রাখে বীর বরিআঈ হৈ ॥35॥
সবৈযা
রাম গুলাম তু হী হনুমান গোসাఁঈ সুসাఁঈ সদা অনুকূলো ।
পাল্যো হৌং বাল জ্যোং আখর দূ পিতু মাতু সোং মংগল মোদ সমূলো ॥
বাఁহ কী বেদন বাఁহ পগার পুকারত আরত আনఁদ ভূলো ।
শ্রী রঘুবীর নিবারিযে পীর রহৌং দরবার পরো লটি লূলো ॥36॥
ঘনাক্ষরী
কাল কী করালতা করম কঠিনাঈ কীধৌ, পাপ কে প্রভাব কী সুভায বায বাবরে ।
বেদন কুভাఁতি সো সহী ন জাতি রাতি দিন, সোঈ বাఁহ গহী জো গহী সমীর ডাবরে ॥
লাযো তরু তুলসী তিহারো সো নিহারি বারি, সীংচিযে মলীন ভো তযো হৈ তিহুఁ তাবরে ।
ভূতনি কী আপনী পরাযে কী কৃপা নিধান, জানিযত সবহী কী রীতি রাম রাবরে ॥37॥
পাఁয পীর পেট পীর বাఁহ পীর মুংহ পীর, জর জর সকল পীর মী হৈ ।
দেব ভূত পিতর করম খল কাল গ্রহ, মোহি পর দবরি দমানক সী দী হৈ ॥
হৌং তো বিনু মোল কে বিকানো বলি বারে হীতেং, ওট রাম নাম কী ললাট লিখি লী হৈ ।
কুఁভজ কে কিংকর বিকল বূঢে গোখুরনি, হায রাম রায ঐসী হাল কহূఁ ভী হৈ ॥38॥
বাহুক সুবাহু নীচ লীচর মরীচ মিলি, মুఁহ পীর কেতুজা কুরোগ জাতুধান হৈ ।
রাম নাম জপ জাগ কিযো চহোং সানুরাগ, কাল কৈসে দূত ভূত কহা মেরে মান হৈ ॥
সুমিরে সহায রাম লখন আখর দঊউ, জিনকে সমূহ সাকে জাগত জহান হৈ ।
তুলসী সఁভারি তাডকা সఁহারি ভারি ভট, বেধে বরগদ সে বনাঈ বানবান হৈ ॥39॥
বালপনে সূধে মন রাম সনমুখ ভযো, রাম নাম লেত মাఁগি খাত টূক টাক হৌম্ ।
পরযো লোক রীতি মেং পুনীত প্রীতি রাম রায, মোহ বস বৈঠো তোরি তরকি তরাক হৌম্ ॥
খোটে খোটে আচরন আচরত অপনাযো, অংজনী কুমার সোধ্যো রামপানি পাক হৌম্ ।
তুলসী গুসাఁঈ ভযো ভোংডে দিন ভূল গযো, তাকো ফল পাবত নিদান পরিপাক হৌম্ ॥40॥
অসন বসন হীন বিষম বিষাদ লীন, দেখি দীন দূবরো করৈ ন হায হায কো ।
তুলসী অনাথ সো সনাথ রঘুনাথ কিযো, দিযো ফল সীল সিংধু আপনে সুভায কো ॥
নীচ যহি বীচ পতি পাই ভরু হাঈগো, বিহাই প্রভু ভজন বচন মন কায কো ।
তা তেং তনু পেষিযত ঘোর বরতোর মিস, ফূটি ফূটি নিকসত লোন রাম রায কো ॥41॥
জীও জগ জানকী জীবন কো কহাই জন, মরিবে কো বারানসী বারি সুর সরি কো ।
তুলসী কে দোহূఁ হাথ মোদক হৈং ঐসে ঠাఁঊ, জাকে জিযে মুযে সোচ করিহৈং ন লরি কো ॥
মো কো ঝূఁটো সাఁচো লোগ রাম কৌ কহত সব, মেরে মন মান হৈ ন হর কো ন হরি কো ।
ভারী পীর দুসহ সরীর তেং বিহাল হোত, সোঊ রঘুবীর বিনু সকৈ দূর করি কো ॥42॥
সীতাপতি সাহেব সহায হনুমান নিত, হিত উপদেশ কো মহেস মানো গুরু কৈ ।
মানস বচন কায সরন তিহারে পাఁয, তুম্হরে ভরোসে সুর মৈং ন জানে সুর কৈ ॥
ব্যাধি ভূত জনিত উপাধি কাহু খল কী, সমাধি কী জৈ তুলসী কো জানি জন ফুর কৈ ।
কপিনাথ রঘুনাথ ভোলানাথ ভূতনাথ, রোগ সিংধু ক্যোং ন ডারিযত গায খুর কৈ ॥43॥
কহোং হনুমান সোং সুজান রাম রায সোং, কৃপানিধান সংকর সোং সাবধান সুনিযে ।
হরষ বিষাদ রাগ রোষ গুন দোষ মী, বিরচী বিরংচী সব দেখিযত দুনিযে ॥
মাযা জীব কাল কে করম কে সুভায কে, করৈযা রাম বেদ কহেং সাఁচী মন গুনিযে ।
তুম্হ তেং কহা ন হোয হা হা সো বুঝৈযে মোহিং, হৌং হূఁ রহোং মৌনহী বযো সো জানি লুনিযে ॥44॥